৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:২১

এবার ক্রিকেটে নাম লেখালেন সানিয়া মির্জা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

টেনিস র‍্যাকেট হাতে বিশ্বের বুকে গর্বিত করেছেন ভারতকে। চলতি মাসে ঘোষণা দেন অবসরের। এরই মধ্যে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লামও। এবার ক্রিকেটে নাম লেখালেন তিনি। বলা হচ্ছে, ভারতের টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জার কথা।

আসছে আসন্ন নারী আইপিএলের জন্য রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মেন্টরের দায়িত্ব পেয়েছেন এই টেনিস কিংবদন্তি। নিলাম থেকে সবচেমে দামি ক্রিকেটার কিনেছে বেঙ্গালুরু। ৩ কোটি ৪০ লাখ রুপিতে দলটি কিনেছে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে। এর পর একে একে দলে ভেড়ায় রেণুকা সিং, রিচা ঘোষ, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি, বেথ মুনিদের মতো তারকাকে।

ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লামের ফাইনালে হেরে কাঁদলেন সানিয়া
ভারতীয় টেনিসের পোস্টার গার্লকে মেন্টর হওয়ার প্রস্তাব দেয় আরসিবি। সেই প্রস্তাব লুফে নেন অবসর সময় কাটানো সানিয়া মির্জা। খেলার মাঠের ২০ বছরের অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করতে প্রস্তুত তিনি। ছয়টি গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা মেন্টর হিসেবে রিচা, স্মৃতিদের কতটা সাহায্য করতে পারেন, সেটি এখন দেখার বিষয়।

  • শেয়ার করুন