৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:১৪

নতুন ভূমিকম্পে নিহত ৩, আহত ৬ শতাধিক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩

  • শেয়ার করুন

তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার হাতায় প্রদেশের ডেফনে শহরে স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। চলতি মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পর আবারও এ ধরনের ঘটনা ঘটল। খবর আলজাজিরার।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তুরস্কের হাতায় প্রদেশে এ ভূমিকম্পের গভীরতা ছিল দুই কিলোমিটার। এটি আন্তাক্যা ও আদানা শহরেও প্রবলভাবে অনুভূত হয়েছে।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, এই ভূমিকম্পের পর আরও ৩২টি পরাঘাতে কেঁপে উঠেছে দেশটির বিভিন্ন অঞ্চল। এর মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। শুধু তুরস্ক নয়, পাশের দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোইগু জানান, গত রাতের এই ভূমিকম্পে ৩ জন নিহত ও কমপক্ষে ২১৩ জন আহত হয়েছেন। তবে বেসামরিক সূত্রের খবর, আহত মানুষের সংখ্যা ৬৮০। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ভূমিকম্পের পর সিরিয়ায় আহত ৪৭০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

  • শেয়ার করুন