৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:২৫

ফের নেইমারের চোট, কতটা গুরুতর?

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩

  • শেয়ার করুন

চোট জর্জর ক্যারিয়ার তার। এর সঙ্গে লড়াই করেই এগিয়ে যেতে হয় নেইমারকে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জুনিগার এক ফাউলে ক্যারিয়ারই শেষ হতে যাচ্ছিল তার। তবে তিনি ফিরে এসেছেন মানসিক দৃঢ়তায়। গা বাঁচিয়ে খেলেন বলে অনেকে তাকে অভিনেতাও বলেন। কিন্তু নেইমার জানেন, চোট কতটা ভয়ংকর।

সেই চোটের শিকার আবারও নেইমার। দীর্ঘদিন পর বড় ধরনের চোটে আক্রান্ত পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা জানা না গেলেও গোড়ালির ইনজুরি গুরুতর, তা জানিয়েছে পিএসজি।

গত রোববার লিগ ওয়ানের ম্যাচে লিলের বিরুদ্ধে ৪-৩ গোলে জেতে পিএসজি। প্রথমার্ধে নেইমার পান এক গোলের দেখা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ঘটে অঘটন। লিলের বাঁজামা আঁদ্রের সঙ্গে সংঘর্ষে ডান গোড়ালিতে আঘাত পেয়ে অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।

এরপর কয়েক দফা পরীক্ষা করিয়ে মঙ্গলবার শেষ প্রহরে পিএসজি বিবৃতিতে জানায় নেইমারের চোটের অবস্থা। যেখানে জানানো হয়, ‘আজকে বাড়তি আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, নেইমার জুনিয়রের গোড়ালি মচকে গেছে, সঙ্গে কিছু লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে আরও কিছু পরীক্ষা করানো হবে তার।’

নেইমারের চোটে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজি কোচ স্ক্রিস্তফ গালতিয়ে। তার মতে, এই চোট কোনো দুর্ভাগ্য নয়, বরং ঠাসা সূচির ফলাফল।

  • শেয়ার করুন