৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:১৪

এবার পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩

  • শেয়ার করুন

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে ওঠে নিউ ব্রিটেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শক্তিশালী এ ভূমিকম্প ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

এদিকে গতকাল শনিবার এশিয়ার দেশ জাপানের হোক্কাইডো প্রদেশের পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়। গতকাল স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি জাপানি কর্তৃপক্ষ।

দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর আর্থ সায়েন্স অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্স (এনআইইডি) জানিয়েছে, নেমুরো উপদ্বীপের ৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

গতকাল এরই মধ্যে বিপর্যস্ত তুরস্কেও ফের ভূমিকম্প হয়। দেশটির মধ্য আনাতোলিয়ান অঞ্চলের নিগদে প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প হয় বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তুর্কি দুর্যোগ সংস্থা এএফএডি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল দুপুর ১টা ২৭ মিনিটে নিগদে প্রদেশের বোর জেলায় অনুভূত হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল ৭ কিলোমিটার। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এ ভূমিকম্পে দেশ দুটিতে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

এ ছাড়া গতকাল বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার। বিকেল ৪টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে। তবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

  • শেয়ার করুন