১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:৩৮

প্রধানমন্ত্রী এলডিসি সম্মেলনে কাতার যাচ্ছেন কাল

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩

  • শেয়ার করুন

স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দিতে আগামীকাল শনিবার কাতার সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দোহা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি আরও জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী ৫-৯ মার্চ এলডিসি সম্মেলনে যোগ দেবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, সরকারপ্রধানের সফরে কাতারের আমিরের সঙ্গে অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি আলোচনা করবে ঢাকা। এই সম্মেলনে ২০২২-৩১ সাল পর্যন্ত একটি প্ল্যান অব অ্যাকশন গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কাতার থেকে বাংলাদেশ এলএনজি আমদানি করে থাকে। বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের জন্য চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।

  • শেয়ার করুন