৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:২২

প্রথম দফায় ফুটবলাররা মদীনায় যাচ্ছেন আজ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩

  • শেয়ার করুন

আসছে ত্রিদেশীয় সিরিজ এবং সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ ফুটবল দল। মদিনায় হবে ১০ দিনের জন্য অনুশীলন। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ ছাড়া স্থানীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ সময় রাত সোয়া ১টায় বাংলাদেশ বিমানযোগে প্রথমে রিয়াদ যাবেন জামাল-তপুরা।দি

রিয়াদ থেকে আঞ্চলিক ফ্লাইটে মদিনায় পৌঁছাবেন তারা। ওমরাহ হজের মৌসুম হওয়ায় ফ্লাইটের টিকেট সংকটের কারণে পুরো দল একসঙ্গে সফর করতে পারছে না। বাকি সদস্যরা আগামীকাল সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন।

লিগে এক রাউন্ড বাকি থাকতেই বসুন্ধরা কিংসের ম্যাচ শেষ হয়েছে। ফলে তারা আগেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া সিংহভাগ ফুটবলারই বসুন্ধরা কিংসের। বর্তমান চ্যাম্পিয়নদের দল থেকে ডাক পেয়েছেন ১২ জন ফুটবলার। ফলে আজ কিংসের ফুটবলাররা যাচ্ছেন মদিনায়। তাদের সঙ্গে থাকবেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ও ট্রেইনার ইভান রাজলভ। আগামীকাল অবশিষ্ট খেলোয়াড় ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও রওনা দেবেন।

  • শেয়ার করুন