৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:২৭

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ১ রোহিঙ্গা আটক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩

  • শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ার বালুখালীর ৯, ১০ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ ছাড়া আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কোনো তথ্য জানাতে পারেননি।

আজ বিকেল পৌনে ৩টার দিকে উখিয়ার বালুখালীর ৯, ১০ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগে। ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

  • শেয়ার করুন