৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪১

অধিনায়ক ইমরুলের লক্ষ্য মোহামেডানকে চ্যাম্পিয়ন করা

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩

  • শেয়ার করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ দুই আসরে ইমরুল কায়েসের নেতৃত্বে শিরোপা জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লার শিরোপাজয়ী অধিনায়কের নেতৃত্বে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলল) মোহামেডারেন হয়ে খেলবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার রাজধানীর পাঁচতারা হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে দলের অন্য তারকাদের উপস্থিতিতে কর্মকর্তারা অধিনায়ক হিসাবে ইমরুলের নাম ঘোষণা করেন।

সাকিব ছাড়াও দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ,সৌম্য সরকার,আট বছর পর বাংলাদেশ দলে ফেরা রনি তালুকদার।মোহামেডানের হয়ে ঢাকা লিগে এটাই মোহাম্মদ আশরাফুলের শেষ মৌসুম।সাদা-কালোদের হয়ে ঘরোয়া ক্রিকেটকেও বিদায় জানাবেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আশরাফুল।
জাতীয় দলের ব্যস্ততার কারণে সাকিব, মাহমুদউল্লাহহদের ডিপিএলে খেলার সুযোগ কম। তাই মোহামেডান সাকিবের বদলে ইমরুল কায়েসকে অধিনায়ক করেছে।

  • শেয়ার করুন