৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৪৮

অনিদ্রায় ভুগছেন নিকোটিন আসক্ত কিম, ওজন হয়েছে ১৪০ কেজি!

প্রকাশিত: জুন ১, ২০২৩

  • শেয়ার করুন

অনিদ্রায় ভুগছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, চোখে পড়েছে কালো দাগ, ওজন হয়েছে ১৪০ কেজি। গোয়েন্দা তথ্য তুলে ধরে গতকাল বুধবার এমন দাবি করলেন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা ইউ সাং-বাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতাদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়। তবে দেশটির নেতা কিম জং উনের ব্যাপারে ধারণা করা হয়, তার বয়স ৩৯ বছর, তিনি ধূমপানে আসক্ত এবং তার ওজন ক্রমেই বাড়ছে। এ ছাড়া পারিবারিকভাবেই তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের এক ব্রিফিংয়ের পর সংসদীয় গোয়েন্দা কমিটির সদস্য ইউ সাং-বাম সাংবাদিকদের বলেছেন, গত ১৬ মে জনসাধারণের সামনে আসার সময় কিমের চোখের চারপাশে কালো দাগ দেখা গেছে এবং ওই সময় তাকে ক্লান্ত দেখাচ্ছিল।

একটি গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই আইনপ্রণেতা আরও বলেন, ‍ গুরুতর ঘুমের অসুখে ভুগছেন কিম জং উন।

উত্তর কোরিয়ায় কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খুব কম সময়ই কিমের স্বাস্থ্যের কথা উল্লেখ করে। তবে মার্চে দেশটির রোডং সিনমুন সংবাদপত্র বলেছিল, কিম ভোর ৫টা পর্যন্ত কাজ করেন।

  • শেয়ার করুন