৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:২১

অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩

  • শেয়ার করুন

টানা তাপপ্রবাহের পর রাজধানী ঢাকার বুকে নামল স্বস্তির বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝরা এই বৃষ্টির ফলে দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে অনেকটা মুক্তি পেলেন রাজধানীবাসী।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে থাকে।

আজ দুপুর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর গড়িয়ে বিকেলে পড়তেই ঢাকার আকাশ থেকে ঝরল শান্তির বৃষ্টি।

এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকেও দেওয়া হয়েছিল বৃষ্টির পূর্বাভাস। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

আরও বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

  • শেয়ার করুন