৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৫৪

অস্বস্তি নিয়ে হাসপাতালে ছুটেছিলেন সাকিব আল হাসান

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২

  • শেয়ার করুন

অস্বস্তি নিয়ে হাসপাতালে ছুটেছিলেন সাকিব আল হাসান। স্ক্যান করিয়ে আবারও মাঠে ফিরেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন অনুীশলনে। তবে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলবেন কিনা, এ বিষয়ে আজ মঙ্গলবার রাতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের কোচ রাসেল ডমিঙ্গো।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে চট্টগ্রামের সাগরিকায় অনুশীলন করছিল বাংলাদেশ। সতীর্থদের সঙ্গে গা গরমে ব্যস্ত, তখন অ্যাম্বুলেন্সযোগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়েন সাকিব। কিছুক্ষণ পর জানা যায়, অস্বস্তির কারণে হাসপাতালে গিয়েছেন।

গত বুধবার ৭ নভেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে কাঁধে চোট পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছেন তিনি। এ জন্য দলের সঙ্গে থাকলেও গতকাল সোমবার অনুশীলনে যোগ দেননি বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ যোগ দিয়েছিলেন অনুশীলনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানায়, ঢাকায় স্ক্যান করা হলেও চোটের জায়গায় কোনো চিড় বা ক্ষত দেখা যায়নি। তবে ব্যথামুক্ত না হওয়ায় দ্বিতীয়বার স্ক্যান করতে সাকিবকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।

যদিও আগামীকাল (বুধবার) থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা নেই বলে জানা গেছে। তবে বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • শেয়ার করুন