৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:২০

আওয়ামী লীগ ও যুবলীগের ১৪ নেতার বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা অমিত হাসান অনিক নিহতের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের ১৪ নেতার বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন করা হয়েছে। নিহতের বাবা আমির হোসেন গতকাল মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদের আদালতে আবেদন করেন। আদালত আগামী তিন কার্যদিবসের মধ্যে এ ঘটনায় কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে রূপগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অনিকের ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে উপস্থাপনের নির্দেশও দেওয়া হয়েছে।

 

মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন—আওয়ামী লীগ নেতা বাবু ওরফে কালাই বাবু, ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, রাসেল, শাহীন মিয়া, জাহাঙ্গীর মোল্লা, ওবায়দুর, আলাউদ্দিন, মিজান, রাজীব, রানা, রিফাত ও ইমরান। বাদী আমির হোসেন বলেন, ‘সন্তান হত্যার বিচার চাই।’

 

বাদীর পক্ষে আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, অনিক কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি ছিল। গত ৩ নভেম্বর রাতে ছাত্রদলের মশাল মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনিককে ধাওয়া দিলে সে চলন্ত গাড়ির নিচে পড়ে মারা যায়।

  • শেয়ার করুন