৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:২৭

আওয়ামী লীগ নয়, ভয় পেয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩

  • শেয়ার করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নাকি ভয় পেয়েছে। ভয় আওয়ামী লীগ পায়নি। ভয় পেয়েছে বিএনপি। তারা জানে নির্বাচন হলে শেখ হাসিনা জিতবে। সে জন্য বিএনপি নির্বাচনে আসতে চায় না। শেখ হাসিনার জনপ্রিয়তাকে তারা ভয় পায়। এ কারণে ফখরুল-মোশাররফরা নির্বাচনে আসতে চান না।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নগরীর কাজীর দেউড়ি এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ শোক সভার আয়োজন করে। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা নাকি লুট করেছি। হাওয়া ভবনের লুটপাট ভুলে গেছেন? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার। আমেরিকায় ধরা পড়ে। সিঙ্গাপুরে ধরা পড়ে। তিনি বলেন, বিএনপির আন্দোলনের গতি কমে গেছে। আন্দোলনের নামে তারা পদযাত্রা করে। এরপর নীরব পদযাত্রা। তারপর থেকে নিরীহ মানববন্ধন। ফখরুলের গলায় যত জোর। আন্দোলনে তত গতি নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা নাকি বর্গি। বর্গির চেয়েও ভয়ংকর, বিএনপি নামক লুটেরা দল। এরা ক্ষমতায় গেলে গণতন্ত্র লুটে খাবে। মুক্তিযুদ্ধের চেতনা গিলে খাবে। এরা ক্ষমতায় গেলে আবারো হত্যার রাজনীতি শুরু হবে। ওরা বাংলাদেশ গিলে খাবে। তাদের হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কিছুই নিরাপদ নয়।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের পরিচয়ে সারা দেশে যে অপকর্ম হচ্ছে এবং পত্র-পত্রিকায় আসছে তাতে তাদের লজ্জা লাগে। তিনি চট্টগ্রামের নাছির-নওফেলকে তরুণ তুর্কি আখ্যায়িত করে বলেন, একই দলের হয়ে এত পালটাপালটি কেন।

তিনি সব ধরনের পালটাপালটি বন্ধের নির্দেশ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপকর্ম করলে কাউকে ছাড় দেন না। বিশ্বজিৎ হত্যাকারীরা ছাত্রলীগের পরিচয়ের। তারা ছাড় পায়নি। বুয়েট ছাত্র আবরার হত্যাকারীরাও ছাত্রলীগের পরিচয়ে অপকর্ম করেছে। তারাও রেহাই পায়নি। অপকর্মকারী আওয়ামী লীগের এমপিকেও কারাগারে যেতে হয়েছে। তাই সব ধরনের অপকর্ম থেকে বিরত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, যত জোটই করুক, যত দলের ঐক্য হোক, কোনো রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। শুধু ঐক্যবদ্ধ থাকবেন। নিজেরা নিজেদের শত্রু হবেন না। এ অনুরোধটুকু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাদের করছি।

ওবায়দুল কাদের বলেন, মোছলেম উদ্দিন আহমদ দলের প্রতি আনুগত্যের যে নজির রেখে গেছেন তা অনুসরণ করার মতো।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগ নাকি অস্তিত্ব সংকটে পড়বে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসেনি। তখন আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়েনি। ২০১৮ সালে নির্বাচনে এসে মাত্র ছয়টি আসন পেয়েছে বিএনপি। তাই আওয়ামী লীগ নয়; বরং নির্বাচনে না এলে বিএনপিই অস্তিত্ব সংকটে পড়বে। তবে বিএনপি নির্বাচনে না এলেও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আবদুস সাত্তারের মতো বিএনপির অনেকেই নির্বাচনে আসার জন্য উন্মুখ হয়ে আছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় শোক সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ সালাম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।

  • শেয়ার করুন