৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:২৭

আজ আষাঢ়ের প্রথম দিন

প্রকাশিত: জুন ১৫, ২০২৩

  • শেয়ার করুন

মানুষ প্রেমে পড়ে কদমের, বরষার এবং বৃষ্টির রিমঝিম মায়াময়ী শব্দের। কারণ আষাঢ় সবার ভালোবাসার। আকাশে মেঘেদের আনাগোনা থাকুক কিংবা না থাকুক, বৃষ্টির অঝোর ধারা আসমান হতে বেয়ে পড়ুক কিংবা না পড়ুক আজ পহেলা আষাঢ়। বর্ষা মৌসুমে অর্ন্তভুক্ত দুই মাসের (আষাঢ়-শ্রাবণ) প্রথম মাস এটি।

ছয়ঋতুর বাংলাদেশে বর্ষা বাংলা সনের তৃতীয় মাস। বর্ষায় গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সাজে পূর্ণতায়। নদীতে উপচেপড়া পানি, আকাশে থাকে ঘন মেঘের ঘনঘটা। বর্ষায় ঝরে ঝুম বৃষ্টি।

আষাঢ় বা বর্ষা এলে নদী-নালা, খাল-বিল জলে টইটুম্বুর হয়ে যায়। মরা নদীতে জোয়ার আসে। বিলের জলে দেখা যায় শাপলার হাসি। নৌকায় চড়ে খাল-বিল পেরিয়ে বহুদূর চলে যাওয়া যায়। কখনো হঠাৎ আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। আকাশ ছাপিয়ে বৃষ্টির ধারা নেমে আসে। বৃষ্টির জলে অবগাহনে মনে অফুরান আনন্দের শিহরণ জেগে ওঠে। ঘরের টিনের চালে বৃষ্টির রিমঝিম ছন্দ শুনতে পাওয়া যায়। জানালা খুলে বিছানায় শুয়ে বৃষ্টির শীতল পরশ অনুভব করা যায়।

তবে ঋতু বর্ষার আগমন ঘটলেও ঢাকাসহ কয়েকটি বিভাগের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাতের ভ্যাপসা গরম অস্বস্তি বাড়াচ্ছে রাজধানীবাসীর।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে কম বেশি বৃষ্টিপাতও হচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য। বুধবার সন্ধ্যা পর্যন্ত সিলেটে ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এছাড়া দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এ বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে।

  • শেয়ার করুন