প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের আধা ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময়ের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেজাউল করিম জানান, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ২৫ মিনিটে ধীরাশ্রম স্টেশনের কাছাকাটি পৌঁছানো মাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ ও উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে। পরে তুরাগ এক্সপ্রেস ট্রেন থেকে ইঞ্জিন এনে যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে সচল করে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর আধা ঘণ্টা পেরিয়ে গেলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।