৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৩

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২

  • শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হবে। এ জন্য নতুন ফর্মুলা তৈরি করছে সরকার। বিবেচনায় নেওয়া হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এলপি গ্যাসের মূল্য সমন্বয়ের মডেল। তবে মডেলটির মতো প্রতি মাসে মূল্য সমন্বয় না করে তিন মাস পরপর সমন্বয়ের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিইআরসির মাধ্যমে মূল্য সমন্বয়ের কাজটি করাতে এর প্রবিধানমালা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ফর্মুলায় জ্বালানি তেলে থাকছে না কোনো ভর্তুকি। শিগগিরই এই ফর্মুলা বাস্তবায়ন করা হবে বলে জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘জ্বালানি তেলে সরকার আর ভর্তুকি দিতে চায় না। এ জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে তেলের দাম নির্ধারণ করতে একটি ফর্মুলা তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও বাড়বে, কমলে দেশেও কমবে।’ বিষয়টি শিগগির বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

  • শেয়ার করুন