প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২
ইউরোপে করোনার আরেকটি ঢেউ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রও (ইসিডিসি)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ডব্লিউএইচওর ইউরোপীয় প্রধান হান্স ক্লুগ ও ইসিডিসির পরিচালক আন্দ্রেয়া আম্মন এক যৌথ বিবৃতিতে বলেছেন, করোনা প্রতিরোধে আমরা অনেক এগিয়েছি। কিন্তু এটি সত্য যে করোনা মহামারির অবসান হয়নি। ইউরোপে আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে। এটি মূলত আরেকটি ঢেউয়ের সংক্রমণ শুরুর ইঙ্গিত।
অক্টোবরের প্রথম সপ্তাহে ইউরোপে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের জনগণের মাঝে টিকা নিতে অনীহা ও সংশয়ের কারণে বুস্টার ডোজের প্রভাব কম কাজ করতে পারে।
দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত ফাইজার সিইও
দুই সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এখনো সময় আছে। সব ধরনের মানুষের ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ টিকা গ্রহণ করা উচিত। করোনায় এ পর্যন্ত বিশ্বে ৬৫ লাখ ৬৪ হাজার ৩৪৪ জন মানুষের মৃত্যু হয়েছে।