৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৪৬

ইজতেমায় মাগরিবের পর বয়ান করবেন ইউসুফ বিন সাদ কান্ধলভী

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩

  • শেয়ার করুন

বিশ্ব ইজতেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদ মাগরিবের বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তিনি মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে। তার বয়ানের তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

আজ শুক্রবার টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা একত্রিত হয়েছেন।

এর আগে ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবার হাজারো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এতে ইমামতি করেন।

দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে।

টঙ্গীর তুরাগ নদের তীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা চলছে।
দ্বিতীয় পর্বের ইজতেমাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে : জিএমপি কমিশনার
করোনা মহামারির কারণে পরপর দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। সে কারণে এবারের ইজতেমা ঘিরে সাধারণ মুসল্লিদের আগ্রহ অনেক। অনেকেই মূল সামিয়ানার নিচে স্থান না পেয়ে কামারপাড়া সড়কের পাশের ফুটপাতে পলিথিন টানিয়ে অবস্থান নিয়েছেন।

  • শেয়ার করুন