১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৩৯

ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার ৪ মুসল্লিসহ মোট ৫ মুসল্লির মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩

  • শেয়ার করুন

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গতকাল শুক্রবার আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫। দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এসব তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ সায়েম জানান, গতকাল শুক্রবার এশার নামাজের সময় খিত্তায় বসে জিকির করা অবস্থায় আবদুল হান্নান নামের এক মুসল্লি অজ্ঞান হয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়। রাত ১১টায় খিত্তায় বসা অবস্থায় মারা যান ব্যবসায়ী বোরহান। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। সন্ধ্যায় গাইবান্ধার শুক্কুর মণ্ডল নামের এক মুসল্লি মারা যান। এ ছাড়া গতকাল ভোরে সাভারের শিমুলতলী এলাকার মফিজুল ইসলাম মারা যান।

এদিকে দেশি-বিদেশি মুরব্বিদের বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। আজ শনিবার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা ইয়াকুব আলী।

এর আগে শুরু থেকেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

  • শেয়ার করুন