৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৪

ইরানের কাছে হেরে বিদায় বাংলাদেশের মেয়েদের

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩

  • শেয়ার করুন

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ধাপ অতিক্রম করতে পারল না বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারালেও দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের কাছে হেরেছে স্বাগতিকরা। এই পরাজয়ে বিদায় নিল গোলাম রব্বানী ছোটনের দল।কমলাপুর স্টেডিয়ামে রোববার ইরানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা দল হয়ে দ্বিতীয় ধাপে উঠল ইরান। তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে আসর শুরু করেছিল তারা। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে মিশন শেষ করতে হলো বাংলাদেশকে।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শেষের দিকে একটি গোল হজম করে বাংলাদেশ। ৮৫ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক রূপনাকে কাটিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান ইরানের মেয়ে নেগিন (১-০)।

  • শেয়ার করুন