প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩
লোহাগাড়া উপজেলার চুনতী এলাকা থেকে নুরুল হুদা (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নুরুল হুদা চুনতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা খাইরুল্লাহর ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য তৈয়ব উল্লাহ বলেন, নুরুল হুদা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েক দিন ধরে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে আবুল কালাম নামের এক কৃষক পাহাড়ে অর্ধগলিত লাশ দেখে তার পরিবারকে খবর দেন। পরে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ধারণা করা হচ্ছে বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, লাশ যে জায়গায় উদ্ধার হয়েছে সেটি লোহাগাড়া থানার আওতাধীন এলাকা নয়। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের।
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে জেনেছি লাশ উদ্ধারের এলাকাটি চুনতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের।
চুনতী ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু বলেন, লাশটি তার ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়েছে।