৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৫৭

একদিনে করোনায় ৫ মৃত্যু, শনাক্ত ৪৯১

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২

  • শেয়ার করুন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৯১ জন। এর আগে ১ অক্টোবর পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ২৬ সেপ্টেম্বর ৬ জনের মৃত্যুর খবর এসেছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৯ হাজার ১৫ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮০ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে পরীক্ষা করা হয় ৪ হাজার ৯১২টি নমুনা। শনাক্তের হার ১০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৭০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে একদিনের সর্বোচ্চ সংখ্যা।

  • শেয়ার করুন