প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩
‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে ভোট গ্রহণ হবে’—নির্বাচনে কমিশনের এমন সিদ্ধান্ত প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ব্যাপারে আমাদের একটুও আগ্রহ নেই। কারণ, আমরা পরিষ্কার করে বলেছি, জাতির মূল সংকট হচ্ছে নির্বাচনকালীন সরকারের বিষয়টি। নির্বাচনকালীন সময়ে কোন ধরনের সরকার থাকবে, সেটিই হচ্ছে প্রধান সংকট। গতকাল সোমবার রাজধানীর লেডিস ক্লাবে ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপির উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, আজ সারা দেশে একটি শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি হয়েছে। আজ সাধারণ মানুষও নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পরিচালনায় আরও অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, আহমেদ আযম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আমান উল্লাহ আমান, মো. আবদুস সালাম, মিজানুর রহমান মিনু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের জহির উদ্দিন স্বপন, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।
এ ছাড়া ইফতারে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ ও ফখরুল ইমাম অলি আহমদ, আ স ম আব্দুর রব, তানিয়া রব, রেদোয়ান আহমেদ, মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাইফুল হক, ফরিদুজ্জামান ফরহাদ, নূরুল আমিন বেপারি, খন্দকার লুৎফর রহমান, এসএম শাহাদাত হোসেন, সৈয়দ এহসানুল হুদা, জুলফিকার বুলবুল চৌধুরী, আজহারুল ইসলাম, আহসান হাবিব লিংকন, আব্দুল গণি, শাহাদাত হোসেন সেলিম, মহিউদ্দিন ইকরাম, মাওলানা আবদুর রকিব, ক্বারি আবু তাহের, আবুল কাশেম, শেখ রফিকুল ইসলাম বাবলু, জোনায়েদ সাকী, মুহাম্মদ রাশেদ খান, এটিএম গোলাম মাওলা চৌধুরী, মোস্তাফিজুর রহমান ইরান, এমএন শাওন সাদেকী, গরিবে নেওয়াজ, সৈয়দ নূরুল ইসলাম, সুকৃতি কুমার মণ্ডল প্রমুখ।