৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪৪

এবার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রকাশিত: জুলাই ১, ২০২৩

  • শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩০ জুন) জাভা অঞ্চলে এ ভূমিকম্প হয়। খবর রয়টার্সের।

 

ইউরোপীয় মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

 

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি শনিবার (১ জুলাই) বলেন, কম্পনের ফলে যোগিয়াকার্তা এবং মধ্য জাভা প্রদেশের কয়েকশ ঘরবাড়ি, কিছু অফিস, চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামান্য ক্ষতি হয়েছে। এ ছাড়া ১০ জন আহত হয়েছেন।

 

এর আগে সবশেষ চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। তবে তাতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

  • শেয়ার করুন