৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৩৬

কিছুক্ষণ পরই শুরু হচ্ছে বিএনপির গণসমাবেশ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

কিছুক্ষণ পরই শুরু হচ্ছে বিএনপির গণসমাবেশ। সমাবেশের জন্য ২ হাজার ১০০ বর্গফুটের মঞ্চের কাজ শেষ করে প্রস্তুত রাখা হয়েছে। মঞ্চ ঘিরে শতাধিক মাইক। আগের ছয়টি বিভাগীয় গণসমাবেশের মতো সিলেটে বিএনপির গণসমাবেশের মঞ্চেও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে আলাদা চেয়ার রাখা হয়েছে।

 

আজ শনিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দেখা যায়, মঞ্চের মাঝখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য।

 

এই চেয়ারের দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য নেতার চেয়ার রাখা হয়েছে।

 

জানা যায়, দুপুরের পর সমাবেশের কার্যক্রম শুরু হবে। তখন খালেদা জিয়ার চেয়ারটি ফাঁকা থাকবে। এ ছাড়া সমাবেশে মোট ৫৬ নেতা বক্তব্য দেবেন।

 

এদিকে, সিলেটে চলছে পরিবহন ধর্মঘট। ট্রেনসহ বিকল্প পথে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যেই স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল। মাঠে অস্থায়ী মেডিকেল ক্যাম্পও রয়েছে।

 

পুরো সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট থাকলেও স্মরণকালের সবচেয়ে বড় গণজমায়েত হবে বলে আশা বিএনপির। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।

  • শেয়ার করুন