৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:২৬

কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২

  • শেয়ার করুন

ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, গতকাল মঙ্গলবার রাত থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব।

ভোর ৪টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাটে আটকা পড়ে শতাধিক যানবাহন। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল পৌনে ৮টার দিকে কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার মো. শাহ আলম বলেন, ‘তীব্র কুয়াশার কারণে এই রুটের সবগুলো ফেরি দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে নোঙর করা ছিল। পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন আটকা পড়লেও দ্রুত সেগুলো নদী পার করে দেওয়া হয়েছে।

  • শেয়ার করুন