২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৫৭

কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে নার্সারি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

কুষ্টিয়ার মিরপুরে মাঠ থেকে নার্সারি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলতলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

৫৫ বছর বয়সী আবু তৈয়বের বাড়ি চট্টগ্রামে। তিনি গত ১১ বছর ধরে মিরপুরের অঞ্জনগাছী গ্রামে থাকতেন। স্থানীয় একটি নার্সারিতে তিনি গাছের চারা তৈরির জন্য কলম করতেন।

 

মিরপুর থানার ওসি রাশেদুল আলম জানান, সকালে শিমুলতলা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তৈয়বের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

  • শেয়ার করুন