প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২
বিএনপির অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো কুমিল্লাতেও দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে চেয়ার ফাঁকা রাখা হয়েছে।
সমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকেই দফায় দফায় মিছিল নিয়ে কুমিল্লা টাউন হল মাঠে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে সরগরম হয়ে উঠেছে শহর।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশের ডাক দেয় বিএনপি।
বৃহস্পতিবার বিকেল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন সমাবেশস্থলে। ধীরে ধীরে নেতাকর্মীর উপস্থিতি বাড়তে থাকে। বিএনপির অন্য গণসমাবেশের চেয়ে কুমিল্লার সমাবেশ বড় হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
সমাবেশের শুরুতে স্থানীয় জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। দুপুর ১২টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মঞ্চে আসার কথা রয়েছে।