৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:৪৮

খেলা হবে। আমি বলছি খেলা হবে- খুনের রাজনীতির বিরুদ্ধে:কাদের

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২

  • শেয়ার করুন

ভুলত্রুটি হতে পারে। আমরা তো স্বীকার করেছি। অস্বীকার করিনি।’

 

বিএনপির জনসভাকে কেন্দ্র করে পরিবহণ ধর্মঘট নিয়ে হারুনের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাস ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে (বিএনপির ভাইস চেয়ারম্যান) জিজ্ঞাসা করুন। কেন মন্ত্রী বলবে? সে পরিবহণের নেতা। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সেক্রেটারি বাসদ। প্রেসিডেন্ট আওয়ামী লীগ (শাজাহান খান)। আর মালিক সমিতির প্রেসিডেন্ট রাঙ্গা, জাতীয় পার্টির। সেক্রেটারি আওয়ামী লীগ-এনায়েত। ভাইস প্রেসিডেন্ট শ্রমিক ফেডারেশনের শিমুল বিশ্বাস। সে কোন দলের? সে একটা স্টেটমেন্ট দেয় না কেন? সে বিএনপির নাকি অন্য কোনো দলের? আপনাদের দলের নেতা। তাকে জিজ্ঞাসা করেন।

 

এ সময় হারুন হেসে উঠলে জবাবে ওবায়দুল কাদের বলেন, হাসেন কেন? আগুনে বাস পুড়িয়েছেন তো? আগুনে বাস পোড়ালে ভালো লাগে। বাসওয়ালারা এখন আর বিএনপিকে বিশ্বাস করে না। এরা বিএনপিকে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে। বিএনপিকে দেখলেই মনে করে পেট্রলবোমা। বিএনপিকে দেখলেই মনে করে ককটেল। এখন আবার পতাকা। লাঠিসোটার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা। এসবের বিরুদ্ধে খেলা হবে।

  • শেয়ার করুন