১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:৩৭

গণতান্ত্রিক ধারা বজায় ছিল বলেই দেশের উন্নতি হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩

  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে গণতন্ত্র ছিল বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। এ ধারা না থাকলে এত উন্নয়ন হতো না। আজ আমরা ডিজিটাল বাংলাদেশ। আমরা পরমাণু শক্তিতে যুক্ত হতে পেরেছি। এ পরমাণু দিয়ে আমরা বোমা বানাব না, বিদ্যুৎ উৎপাদন করব।’

গণভবন থেকে আজ সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি বড় উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করছি। জনগণ আমাদের ভোট দিয়ে ২০১৪ সালে নির্বাচিত করেছে, ২০১৮ সালে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছে। এর একমাত্র কারণ হলো আমরা তাদের উন্নয়নে কাজ করেছি। কাজেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের উন্নতি হয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। নিজেদের খাদ্য যদি আমরা নিজেরাই উৎপাদন করতে পারি, তাহলে আমাদের ওপর মন্দার আঘাতটা আসবে না।’

  • শেয়ার করুন