৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৩৩

গত দুদিন ধরে চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হচ্ছে

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

গত দুদিন ধরে চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। বুধবারও (৩০ নভেম্বর) তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন টেকনাফে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

 

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়া, ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে সেখানে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে, ঢাকায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

 

ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে জানিয়ে হাফিজুর রহমান বলেন, এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • শেয়ার করুন