প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২
চীনের পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়েছে ব্যাপকভাবে। বইছে তীব্র তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে সেখানে স্বাভাবিক সময়ের চেয়ে কম ডিম পাড়ছে মুরগি। তাই দেশটিতে ডিমের দাম বেড়েছে। বুধবার (১৭ আগস্ট) স্ট্রেট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে খারাপ আবহাওয়া বার বার দেখা যাচ্ছে। এরই মধ্যে দেশে দেশে তাপমাত্রা ভয়াবহভাবে বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজ ও অর্থনীতিতে।
আনহুই প্রদেশের রাজধানী হেফেই শহরে ১৪ দিন ধরে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা রেকর্ড তাপমাত্রা। এখানে ডিমের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তাছাড়া হ্যাংজু ও হাইয়ান শহরেও ডিমের দাম প্রায় একই রকম বেড়েছে।
চীনের একাধিক প্রধান শহর এই বছর তাদের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড করেছে। দেশটির জাতীয় ওবজারভেটরি এ ইস্যুতে সোমবার (১৫ আগস্ট) একটি রেড অ্যালার্ট জারি করে।