৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:৫৪

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২

  • শেয়ার করুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস লিমিটেড নামের ওই কারখানায় আগুন লাগে।

 

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে মোশারফ কম্পোজিট মিলসের একতলা ভবনে আগুন লাগে। প্রথমে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে আগুনের ব্যাপকতা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুনে বিপুল পরিমাণ তুলা ও কাপড় পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

  • শেয়ার করুন