১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪৭

গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২

  • শেয়ার করুন

গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখেন না তিনি। এবারও তার ব্যতিক্রম হবে না।

 

তবে সহকর্মীকে শুভেচ্ছা জানাতে ভুল করেন না অভিনেতা-অভিনেত্রীরা।

 

নির্মাতা, অভিনেতা ও উপস্থাপক আফজাল হোসেনের সঙ্গে বহু কাজ করেছেন সুবর্ণা। তার সহকর্মীর বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসিয়েছেন আফজাল।

 

তিনি বলেন, ‘সুবর্ণা মুস্তাফা অভিনয়ে শুরু থেকেই পরিণত। তার মতো একজন শিল্পীর অভিনয়ে আনলিমিটেড ক্ষমতা থাকে। কিন্তু তা থাকলেও আমাদের দেশের প্রেক্ষাপটে শিল্পীদের অসহায়ত্বও থাকে। একটা সময় গেছে যখন সুবর্ণার অভিনয় দেখে দর্শক আনন্দিত হয়েছে। সেও কাজে নিয়মিত ছিল। কিন্তু এখন সময়টা এমন হয়ে গেছে যারা অভিনয়ে অভিজ্ঞ, আরও বেশি পরিপূর্ণ তাদের নিয়ে দর্শকের মনে রাখার মতো কাজ হয় না। এটা যে কত বড় দুঃখজনক এবং কতটা হতাশার তা আসলে বলে বোঝানোর মতো নয়। আমি চাই সুবর্ণা মুস্তাফাকে আরও ভালো ভালো কাজের মধ্য দিয়ে তার অভিনয়কে দর্শক মনে বাঁচিয়ে রাখার জন্য আরও ভালো ভালো কাজ হোক। জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা।’

  • শেয়ার করুন