১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:২৩

ঘন কুয়াশায় ঢাকার বদলে কলকাতা গেল ৭ ফ্লাইট

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩

  • শেয়ার করুন

ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি আটটি ফ্লাইট।

এর মধ্যে অবতরণের চেষ্টা করলেও কুয়াশার কারণে ভারতের কলকাতা বিমানবন্দরে চলে যায় সাতটি ফ্লাইট। অপর ফ্লাইটটি মালয়েশিয়ায় ফিরে যায়। আজ রোববার সকাল ৭টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার কারণে রানওয়েতে চলাচলে বিঘ্নতা দেখা দেয়। এজন্য সাতটি ফ্লাইট ঢাকায় নামতে পারেনি। পরে সেগুলো চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করে। তবে চট্টগ্রামে পার্কিং সংকট থাকায় ফ্লাইটগুলো কলকাতা চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো অবতরণ করবে।

  • শেয়ার করুন