১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:০৫

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে প্লাস্টিক ও চিপসের প্যাকেট রাখা একটি গুদাম পুড়ে গেছে

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে প্লাস্টিক ও চিপসের প্যাকেট রাখা একটি গুদাম পুড়ে গেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মহানগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নন্দনকান ও লামার বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বাকলিয়ার লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, গোডাউনটি (গুদাম) প্রায় চার হাজার বর্গফুটের। গোডাউন ভর্তি প্লাস্টিক ও চিপসের প্যাকেট ছিল। আমরা নন্দনকানন ও লামার বাজার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে যাই। এরপর দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

  • শেয়ার করুন