প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২
পল্লীর আভাস :
চট্টগ্রামের ফটিকছড়িতে ফেনসিডিল ও গাঁজাসহ মো. ইমরান হোসেন ওরফে নাঈম (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফটিকফড়ি থানাধীন নাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাঈম ভুজপুর থানাধীন গার্ডপাড়া গ্রামের মো. শাহআলমের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাঈমের কাছ থেকে ১৯৯ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব মাদকের বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা।
র্যাব -৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নাজিরহাট এলাকায় তল্লাশির সময় একটি অটোরিকশা থেকে ১৯৯ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ইমরান হোসেন নাঈমকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতার নাঈম দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে চট্টগ্রামের আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।