৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:২৮

ছাত্রলীগের নামে যা হচ্ছে তা আমাদের লজ্জা দেয় : কাদের

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩

  • শেয়ার করুন

রাজনীতির নামে যারা বিশৃঙ্খলা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আজ ছাত্রলীগের নামে যা হচ্ছে, এটি আমাদের হতাশ করে, আমাদের লজ্জা দেয়। আমি একটি কথা বলব, যারা বিশৃঙ্খলা করছেন—শেখ হাসিনা কোনো অপরাধকে প্রশ্রয় দেন না, তিনি ছাড় দেবেন না।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদের শোকসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ছাত্রলীগের নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেছে বেছে নিয়েছেন। আমার বিশ্বাস, বর্তমান যে কমিটি নেত্রী পছন্দ করেছেন, তাদের হাত ধরে ছাত্রলীগের সুনাম ফিরে আসবে। যারা অনিয়ম করবে, তাদের চিহ্নিত করা হবে। কঠিন ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি করলে আমাদের এমপিদেরও জেল হয়। কাজেই তরুণ তুর্কিরা তোমরা সাবধান হয়ে যাও।

বিএনপিকে উদ্দেশ কাদের বলেন, বিএনপির আন্দোলনের গতি কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। তারা জানে নির্বাচন হলে তারা জিতবে না, শেখ হাসিনাই জিতবেন। এজন্য তারা ইলেকশনে আসতে চায় না।

মোছলেম উদ্দিনকে স্মরণ করে মন্ত্রী বলেন, ‘মোছলেম ভাই ত্যাগী নেতা, তার জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে না আসলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি। তবে বিএনপি নির্বাচনে না এলেও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তারের মতো বিএনপির কত শত আব্দুস সাত্তার তৈরি হয়ে আছে নির্বাচনে আসার জন্য। বিষয়টি মাথায় রাখার জন্য গয়েশ্বর বাবুসহ বিএনপি নেতাদের অনুরোধ জানাই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। আরও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ হুইপ শামসুল হক চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়শা এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া।

  • শেয়ার করুন