৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৩

জাবির পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ৪ নভেম্বর

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২

  • শেয়ার করুন

জাবি প্রতিনিধি: “এসো মাতি উল্লাসে, পদার্থবিজ্ঞানের পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর।

বুধবার বিকাল ৩টায় পদার্থ বিজ্ঞান বিভাগে এক সংবাদ সম্মেলনে পদার্থ বিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সচিব আজাদ আল মামুন এ তথ্য জানান।

আগামী ২ নভেম্বর কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করা হবে বলে জানান তিনি।

পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুপা) মহাসচিব, সুবর্ণজয়ন্তী আয়োজন কমিটির কো-কনভেনর এ বি এম আহসান আল মামুন (আজাদ) বলেন, সুবর্ণজয়ন্তী পালনের মাধ্যমে আমরা বিভাগের গৌরবোজ্জল ৫০ বছরের ইতিহাস কে সবার সামনে তুলে ধরে একটা সার্বজনীন অনুষ্ঠান আয়োজন করতে চাই। এর মাধ্যমে আমরা বিগত ৫০ বছরে বিভাগের সকল প্রাক্তন সভাপতিদের সম্মাননা জানাবো।

আয়োজক কমিটির কো-কনভেনর মনিরুল হাসান সুজন বলেন, ২ তারিখে বর্তমান শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে। পোস্টার ও দেয়ালিকা প্রদর্শনী, বিভাগের ৫০ বছরের ইতিহাস তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনী থাকবে। থাকবে দেশে ও বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলদের অংশগ্রহণে মোটিভেশনাল সেশন, বর্তমান শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার নির্দেশনা মুলক আয়োজন, জব ফেয়ার ইত্যাদি।

পদার্থবিজ্ঞান বিভাগের বর্তমান সভাপতি ও সুবর্ণজয়ন্তী আয়োজন কমিটির আহবায়ক তাহমিনা ফেরদৌস বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্থায়ী একটি ফান্ড গঠন করতে চাই, যেখান থেকে বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি দেয়ার ব্যবস্থা করতে পারবো। এছাড়া এই সার্বজনীন আয়োজনে বিভাগের উইকেন্ড মাস্টার্স, এমফিল, পিএইচডি কোর্সের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন।

এ ছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘বিভাগের ৫০ বছর পূর্তিতে আগামী ৪ নভেম্বর সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হোক সেই কামনা করছি। সবার সহযোগিতায় একটি সুন্দর প্রোগ্রাম উপহার দিতে চাই।

সুবর্ণজয়ন্তী আয়োজনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। রেজিষ্ট্রেশন ফি প্রাক্তনদের জন্য ২০০০ টাকা এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাবেক শিক্ষার্থীরা তাদের ফ্যামিলি সহ রেজিস্ট্রেশন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুবর্ণজয়ন্তী আয়োজক কমিটির সদস্য জাহিদ আল মামুন শিপু, সাইফুল ইসলাম বাবু, মোহাম্মদ আশরাফুজ্জামান, শামীম আল মামুন ও বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক মো: মাহবুবুর রহমান, অধ্যাপক বদ্রুন্নাহার, অধ্যাপক শারমীন সুলতানা, সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, ছাত্র সংসদের ভিপি মোস্তাফিজুর রহমান সনেট ও মূখ্যসচিব মোঃ রেদওয়ানুল সরকার রিফাত প্রমুখ।

  • শেয়ার করুন