৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪৪

জামালপুরে পৌর শহর এলাকায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে

প্রকাশিত: জুলাই ২, ২০২৩

  • শেয়ার করুন

জামালপুরে পৌর শহর এলাকায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেলে পৌর এলাকার বানিয়াবাজার ও হটচন্দ্রায় পৃথক এই মৃত্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুরে জামালপুর পৌর এলাকার বানিয়াবাজারের পাশের ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান আব্দুল খালেক (৪২), দেলোয়ার (৫৫) ও শাহজাহান (৬০)। পরে বিকেলে বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে আহত হয়ে নদের পানিতে পড়ে মারা যান খালেক এবং আহত হন দেলোয়ার ও শাহজাহান।

খালেক ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে জামালপুরে বাড়িতে এসেছিলেন। তিনি একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে।

এদিকে, পৌর এলাকার হাটচন্দ্রায় ঝিনাই নদীর চরে গরু চরাতে নিয়ে যান একই এলাকার কৃষক মোয়াজ্জল (৫৫)। গরু চরানোর সময় বৃষ্টি শুরু হলে তিনি সেখানেই অবস্থান করছিলেন। পরে বজ্রাঘাতে মোয়াজ্জল ঘটনাস্থলেই মারা যান। এ সময় ২টি গরুও মারা যায়।

সদর থানার ওসি শাহনেওয়াজ জানান, বিকেলে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

  • শেয়ার করুন