প্রকাশিত: মে ৩০, ২০২৩
টঙ্গীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে আব্দুল বাতেন (৬০) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুল বাতেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বামুরিয়ায়। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এক ছেলে ঢাকার আশুলিয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। এ ছাড়া স্ত্রী ও মেয়ে নিয়ে তিনি গ্রামের বাড়িতেই থাকতেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার জন্য সকালে টঙ্গী স্টেশনে যান বাতেন। কিন্তু সময় হয়ে যাওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ইঞ্জিন র্স্টাট দেয়। তখন বাতেন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে যান। এতে রক্তাক্ত জখম হলে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।