১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:১৬

টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩

  • শেয়ার করুন

টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর আগে আজ রোববার সকাল ১০টার পর ইজতেমা ময়দানে শুরু হয় এ মোনাজাত। মোনাজাতে বিভিন্ন দেশের লাখো মুসল্লি যোগ দেন। এ সময় মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ বিভিন্ন বিষয়ে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন মুসল্লিরা।

এর আগে আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয় বয়ান। বয়ান শুরু করেন ভারতের মাওলানা আবদুর রহমান। এরপরই হয় হেদায়েতি বয়ান। মাওলানা ইবরাহিম দেওলা হেদায়েতি বয়ান করেন। এরপরই শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের শূরা সদস্য কারি মোহাম্মদ জোবায়ের। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ময়দানের উদ্দেশে যেতে শুরু করেন মুসল্লিরা।

ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে তৈরি করা মোনাজাত মঞ্চ থেকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেন। আজ ভোর থেকেই তাৎপর্যপূর্ণ আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লির ঢল ছোটে ইজতেমা ময়দানে।

বিশ্ব ইজতেমায় মুসল্লিরা।
বিশ্ব ইজতেমা মাঠে নগদ কাবিনে ৬৪ বিয়ে
আখেরি মোনাজাতে নিরাপত্তার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম জানান, সাদা পোশাকে মুসল্লির বেশে পুলিশ মোতায়েনসহ ১০ হাজার সদস্য ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় রয়েছেন। তারা আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত থাকবেন। খুব দ্রুত ও নিরাপদে মুসল্লিরা যেন ময়দান ত্যাগ করতে পারেন, সে জন্য বাস-ট্রেনসহ সব ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে।

এদিকে করোনা মহামারির সময় পেরিয়ে আবারও সমবেত হতে পারায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন মুসল্লিরা।

  • শেয়ার করুন