৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪০

ট্রাক চাপায় প্রাণ গেল বাইক আরোহী বাবা-ছেলের

প্রকাশিত: জুন ২৪, ২০২৩

  • শেয়ার করুন

ভালুকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার মেদুয়ারী বাকসাতরা মোড়ে ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলো- নাম মাওলানা মো. খাইরুল ইসলাম (৩২) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থানে ঘাটাইলগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাওলানা মো. খাইরুল ইসলাম ও তার শিশু পুত্র মোহাম্মদ বিন খায়ের ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতদেরর লাশ উদ্ধার করেছেন।

  • শেয়ার করুন