৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:০৩

ট্রাকের ধাক্কায় দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস:  খুলনায় দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে থানার সামনের আফিল গেট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হকের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালন করার সময়ে একটি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে খানজাহান আলী থানায় প্রথম জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

  • শেয়ার করুন