৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:২৪

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার কুক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩

  • শেয়ার করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক ঢাকায় এসেছেন। আজ রোববার তিনি ঢাকায় আসেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

ঢাকায় দেশটির বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন সারাহ কুক।

ঢাকায় নতুন দায়িত্ব প্রসঙ্গে সারাহ বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। আমি দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুদেশের মধ্যকার ব্যাপক সহযোগিতা আরও গভীর করার জন্য উন্মুখ হয়ে আছি।’

গত ফেব্রুয়ারিতে ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সারাহ কুকের এই নিয়োগের কথা জানায়। ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ২০২০ সাল থেকে লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে সারাহ কুক ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি তানজানিয়ায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে কাজ করেছেন।

  • শেয়ার করুন