৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৩১

তারেক রহমানের পক্ষ থেকে অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩

  • শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার-আপনার নেত্রী বেগম খালেদা জিয়া শীতের রাতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করতেন। আপনারা সবাই দোয়া করবেন, হঠাৎ করে যেন আমাদের নেত্রী (খালেদা জিয়া) গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারেন। এতে নিশ্চিয়ই আপনারা খুশি হবেন।’

বিএনপির আন্দোলনে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা সবাই জানেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা ও ভিত্তিহীন মামলায় রাজনৈতিক কারণে গৃহবন্দি অবস্থায় আছেন। একই অবস্থা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরওও। তিনি বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বহু নেতাকর্মী গ্রেফতার হয়ে কারাবন্দি। তাদের জন্যও সবাই দোয়া করবেন। তাদের যেন আমরা মুক্ত করতে পারি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক আল কবির লাবু, এ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জাহানারা বেগম, কাজী রওনাকুল ইসলাম টিপু প্রমুখ।

রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে সাড়ে চারশো অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

  • শেয়ার করুন