১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:২৯

তুরস্কে ভূ‌মিকম্প : নিখোঁজ ১ বাংলাদে‌শিকে উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩

  • শেয়ার করুন

ভয়াবহ ভূ‌মিকম্পে তুরস্কের আজাজ শহরে নিখোঁজ দুই বাংলাদেশির মধ্যে নুর আলম নামের একজনকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, নুর আলম বর্তমানে সুস্থ রয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, নিখোঁজ গোলাম সাইদ রিংকুকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বগুড়ার বাসিন্দা। রিংকু ও নুর আলম তুরস্কের আজাজ শহরে বসবাস কর‌ছিলেন। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এসব তথ্য জা‌নিয়েছেন।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে চার হাজার ছাড়িয়ে গেছে। দুই দেশে এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, শুধু তুরস্কেই মৃত্যু হয়েছে ২ হাজার ৯০০ জনের। এ ছাড়া সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪০০।

প্রতিবেদনে বলা হয়, দুই দেশে ভূমিকম্পে ধসে পড়েছে কয়েক হাজার ভবন। এ ঘটনায় তুরস্কে এখন পর্যন্ত আহত হয়েছে প্রায় ১৫ হাজার মানুষ। তবে ধারণা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

  • শেয়ার করুন