৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:১১

দীপিকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মোক্ষম জবাব দিলেন রণবীর

প্রকাশিত: জুলাই ১০, ২০২৩

  • শেয়ার করুন

তারকা দম্পতি দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। অনস্ক্রিন ও অফস্ক্রিনে তাদের রসায়ন মন কেড়ে নিয়েছে দর্শকের। ২০১৩ সালে গোলিও কি রাসলীলা: রামলীলা ছবির শুটিংয়ের সময় তারা একে অপরের প্রেমে পড়েছিলেন। ছয় বছরেরও বেশি সময় তারা প্রেম করেন। অবশেষে ২০১৮ সালে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন দীপিকা ও রণবীর।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল তারা একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলছেন। রণবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা উইশ পোস্ট না করায় ওই জল্পনায় পড়ে সিলমোহর। এবার এ জল্পনার অবসান ঘটালেন রণবীর সিং।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে- দীপিকা রণবীরের জন্মদিনে কোনো বিশেষ শুভেচ্ছাবার্তা দেননি। যখন সেই প্রশ্নে তোলপাড় নেট দুনিয়া- ঠিক সেই সময়েই তাদের মোক্ষম জবাব দিলেন রণবীর। স্ত্রীর সঙ্গে আদুরে ছবি শেয়ার করে নিন্দুকদের জবাব দিলেন তিনি।

জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন, সেই ছবির ক্যাপশনে তাদের ধন্যবাদও জালালেন রণবীর।

 

  • শেয়ার করুন