৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৩০

দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে: ফখরুল

প্রকাশিত: মার্চ ১, ২০২৩

  • শেয়ার করুন

বিদ্যুৎ খাতে দুর্নীতির ব্যয় মেটাতে সরকার দফায় দফায় দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের নেতাদের এক মতবিনিময় সভায় বিদ্যুতের ফের দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, মঙ্গলবার রাতে বিদ্যুতের দাম আরও ৫% বাড়ানো হয়েছে। যেটি এই কয়েক মাসের মধ্যে তিনবার বাড়ানো হলো। এর প্রধান কারণটা হচ্ছে, বিদ্যুৎ খাতে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির ব্যয় মেটানোর জন্য তাদের (সরকার) এখন জনগণের পকেট থেকে টাকা কেটে নিতে হবে। সে কারণে তারা আজকে বিদ্যুতের দাম দফায় দফায় বাড়াচ্ছে। বিদ্যুতের এই দাম বৃদ্ধিতে অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে আমাদের সব উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। মানুষের জীবনের ওপর এর চাপ পড়ছে।

নিত্যপণ্যের দাম ৫৯ ভাগ বেড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চাল-ডাল-তেল-লবণসহ প্রতিটি জিনিসের মূল্য আজকে ভয়ানকভাবে বেড়ে গেছে। প্রায় তিনগুণ, চারগুণ, পাঁচগুণ থেকে এখন ৫৯ ভাগ বেড়েছে। সারা দেশে আজকে যখন প্রায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর এলাকায় রাষ্ট্রপতির বাড়িতে গেছেন এবং সেখানে একটি উৎসব হচ্ছে। সেই উৎসবে প্রধানমন্ত্রীকে প্রায় ২৩ পদের মাছ দিয়ে আপ্যায়ন করা হয়েছে। দেশের দারিদ্র্যপীড়িত মানুষগুলোর সঙ্গে এটি একটা রসিকতা বা তামাশা করা হচ্ছে। এটি দেশের মানুষ কোনোদিন ক্ষমা করবে না।

সঠিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশেও সরকার ব্যর্থ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্রলীগের অত্যাচার-নির্যাতনে বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয়। সব বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে একই অবস্থা। শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। তার মধ্যে তাদের লুটপাট বন্ধ নেই। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে তৃণমূল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান মির্জা ফখরুল।

  • শেয়ার করুন