প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩
দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় রওশন বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং অতীত কর্মজীবনে নিষ্ঠা-সততা-দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
বিরোধীদলীয় নেতা আশা করেন, আইন বিষয়ে দক্ষ দেশের নতুন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের আস্থা এবং জনগণের ভালোবাসা অর্জন করবেন। তার মেয়াদেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সব দলের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন।